Saturday, April 23, 2011

অভ্র এবং অন্যান্য ফনেটিক কী-বোর্ড

এটা স্বাগত জানানোর মতোই সংবাদ। বিশেষত যারা আমার মতো সনাতন কী-বোর্ডের সাথে পরিচিত নয়, তাদের জন্য এ যেন এক নতুন দিগন্ত। আমি বাংলায় টাইপ করছি, এটা আমার জন্য চাঁদে হাটার মতো না হলেও প্রথম বার সমূদ্র দেখতে যাওয়ার মতোই আনন্দের। আমি জানি আর ও অনেকেই আমার মতো চমৎকৃত এবং আনন্দিত ফনেটিক কী-বোর্ডের আগমনে।

আমার অনেক ভুল হচ্ছে, অনেক অক্ষর খুজে পেতে হীমশীম খাচ্ছি, দুই লাইন টাইপ করতে দশ মিনিট লেগে যাচ্ছে! তাতে কি? নতুন লিখতে শিখার আনন্দের সাথে এই সাময়িক সমস্যাতো কিছুই না!

ধন্যবাদ জানাই সেই সকল বুদ্ধিদীপ্ত তরুনকে যাদের প্রয়াসের কারনে বাংলা টাইপ লক্ষ লক্ষ মানুষের আয়ত্তের মধ্যে চলে এল। অবশ্যই এই ঘটনা জাতীয় জীবনে অমূল্য সংযোজন।

যারা এখন ও এই চমৎকার বুদ্ধিদীপ্ত সলিউশনটি ব্যবহার করেন নি, তাদের জন্য ফ্রি ডাউনলোডের ওয়েব সাইটটি এখানে সংযোজন করা হোল। http://www.omicronlab.com/avro-keyboard.html

আপনার বাংলা লীখন আনন্দময় হোক।

No comments:

Post a Comment