Saturday, December 25, 2010

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে ...

প্রীথিবির প্রতি ২৫ জন মানুষের এক জন বাংলায় কথা বলে। কিন্তু, দূঃখজনক হলেও সত্যি বাংলায় কোন ব্যবহারযোগ্য কম্পিউটার টাইপসেট এখন-ও উদ্ভাবন হয় নাই। সবেধন নীলমনি এই ফনেটিক বাংলা টাইপসেট। তাও এক্ষেত্রে, কোন নিরদিশটো বানাণ রীতি নেই, নেই কোন বানাণ সংশোধনের জন্য ডিকশনারী সুবিধা। পুরো লেখার কাজটাই যেন ভুল করতে করতে শেখার প্রক্রীয়া।

No comments:

Post a Comment